শতভাগ মাক্স পড়া নিশ্চিত করতে ও করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারভিযান করেছে উপজেলা প্রশাসন ও করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সচেতনতামূলক প্রচারভিযান ও মাক্স বিতরণ করা হয়।
প্রচারভিযানে লালপুর সহকারী কমিশনার শাম্মী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
আগামী সপ্তাহ থেকে শতভাগ মাক্স পড়া নিশ্চিতে কঠোর অবস্থানের যাওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। মাক্স ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না, মাক্স পরিধান না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এসময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আমিনুল হক, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানসহ কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।