স্টাফ রিপোর্টারঃ নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর এলাকার নওসারা সুলতানপুর মাঠে ১৫ বিঘা জমির আখ পুড়ে গেছে। বুধবার দুপুরে আখ খেতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৪ জন কৃষকের লাক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে আখ খেত থেকে ধোঁয়া বের হতে দেখে তারা সেখানে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং লালপুর দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনা স্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসলেও সুলতানপুর গ্রামের আসমান আলীর ২ বিঘা, সোলেমান হোসেন ৫ বিঘা, আবু তাহের ১.৫ বিঘা, ছাইদার হোসেন ২ বিঘা সহ অন্তত ১৫ বিঘা জমির আখ পুড়ে যায়।তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। লালপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।