লালপুর বার্তার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, দৈনিক চলন বিলের খবরের চীফ রিপোর্টার, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক “সালাহ উদ্দিনের” ৪৪ তম জন্ম দিন আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর জন্ম গ্রহন করেন তিনি।
৯০ দশকে নাটোর থেকে প্রকাশিত সাপ্তাহিক মফ:স্বল বার্তায় সংবাদিকতায় হাতে খড়ি। দৈনিক জনতা, দৈনিক সংবাদ, দৈনিক প্রভাত,,,, দৈনিক উত্তরবঙ্গ বার্তায় লালপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
লালপুর উপজেলার পদ্মানদী গর্ভে বিলিন হওয়া বাথানবাড়ী গ্রামেই ১৯৭৬ সালের ১৭ নভেম্বর জন্ম গ্রহন করেন। পিতা হাজি মো: আব্দুল খালেক, নর্থ বেঙ্গল সুগার মিলে চাকুরি করতেন। মা সবেজান খাতুন একজন গৃহিনী। দুই ভাইয়ের তিনিই বড়।
স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে নিয়ে তার সংসার, বিলমাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওর্য়াডের নাগশোষা গ্রামে বসবাস করেন।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং “র এস ই ভিপি ও লালপুর অফিসের ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।
তিনি লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ – সভাপতির দায়িক্ত পালন করছেন। এছাড়া বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে সমাজ উন্নয়নে ভুমিকা পালন করে চলেছেন। আমরা তার আরো দীর্ঘায়ু কামনা করছি।
লালপুর বার্তা পরিবারের পক্ষ থেকে তাকে জানাচ্ছি জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন।