নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় মঙ্গলবার পানি সরবরাহ, স্যানিটেশন ও রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এর উদ্বোধন করেন। তারমধ্যে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে ৯ কোটি ৮২ রাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পর পৌরবাসীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হবে। এছাড়া নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ কোটি ১৪ লক্ষ ৮১ হাজার ৭শ’ টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় ১০টি রাস্তা নির্মাণ কাজ শেষ হলে পৌরবাসীর যাতায়াতের ব্যাপক সুবিধা হবে।
বড়াইগ্রাম পৌর মাঠে মেয়র আব্দুল বারেক সরদারের সভাপতিত্বে প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য আধ্যাপক আব্দুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী এস.এম শামীম আহমেদ, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আসিফ আবদুল্লাহ, বড়াইগ্রাম উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, নাটোরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, বড়াইগ্রাম পৌর সচিব জালাল উদ্দিন প্রমূখ।