দেশব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে যানবাহনের চালক, ব্যবসায়ী পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতার কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভার মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও গোপালপুর পৌর আ.লীগের সভাপতি রোকসানা মোর্তজা লিলির উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার ( ২২ নভেম্বর) গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর, উপজেলা মোড় ও তার আশেপাশের এলাকায় ৫ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
এসময় রোকসানা মর্তুজা লিলি জানান, এই শীতে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির শঙ্কা রয়েছে। তাই মানুষকে সচেতন করতে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।
এ সময় লালপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।