বাগাতিপাড়ায় চলতি রবি মওসুমে প্রায় চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা ও পূনর্বাসনের সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচী ২০২০-২১ এর আওতায় প্রান্তিক পর্যায়ের চাষীদের বিনামূল্যে এসব সার ও বীজ বিতরণ করা হচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার উপজেলা জিমনেসিয়ামে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মওসুমে উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ৩ হাজার ৮৬০ জন প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে প্রণোদনা সুবিধা পাচ্ছেন ১ হাজার ৮০০ জন এবং পূনর্বাসন সুবিধাভোগীর সংখ্যা ২ হাজার ৬০ জন কৃষক। এসব কৃষকের মধ্যে বাগাতিপাড়া পৌর এলাকায় ৩২৮ জন, পাঁকা ইউনিয়নে ৬৭৮ জন, জামনগর ইউনিয়নে ৭৩৪ জন, বাগাতিপাড়া সদর ইউনিয়নে ৬৪৫ জন, দয়ারামপুরে ৭৭০ জন এবং ফাগুয়াড়দিয়াড় ৭০৫ জন। এসব কৃষকদের গম, সরিষা, পেঁয়াজ, বাদাম, ভুট্টা, টমেটো, মরিচ, সূর্যমূখী, খেসাড়ী, মুগ ডাল বীজ এবং ৪৭ দশমিক ৮ মেট্টিকটন ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, কৃষি অফিসার মোমরেজ আলী প্রমুখ।