লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে দৌড়ঝাঁপ শুরু হয়েছে সম্ভাব্য মেয়র প্রার্থীদের। এর ধারাবাহিকতায় নির্বাচনী মাঠকে নিজের দখলে রাখতে পৌর সভার চকনাজিপুর এলাকার শুধু মাত্র মহিলাদের ব্যতিক্রমী উঠান বৈঠকে দোয়া ও সমর্থন চেয়েছেন গোপালপুর পৌরসভার মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম। প্রায় দুইশত মহিলা শ্লোগান দিতে থাকেন “এবারের নিবাচনে সাইফুলকে মেয়র চাই। ”
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে পৌরসভার চকনাজিপুর এলাকায় এই উঠান বৈঠক ও মতবিনিময় সভার মধ্য দিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশায় দোয়া ও সমর্থন কামনা করে গণসংযোগ করেন তিনি।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।