নর্থবেঙ্গল সুগার মিলের পানসীপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্রে ২ দিন থেকে আখ দিচ্ছে না চাষিরা। স্থানীয় কৃষকরা জানায়, নর্থবেঙ্গল সুগার মিলে গত শুক্রবার আখ মাড়াই শুরু হয়েছে। মাড়াই শুরুর পুর্বে কেন্দ্রে সিআইসি হিসেবে সিবিএ সভাপতি গোলাম কাওসারকে নিয়োগ দিতে চাইলে কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। মিল কতৃপক্ষ দফায় দফায় কৃষকদের সাথে সমঝোতা করার চেষ্টা করেও ব্যার্থ হয়ে সিআইসি শাফিউদৌলাকে দায়িক্ত দেন। গত ১৪ ডিসেম্বর শাফিউদৌল্লাহকে বদলী করে শহিদুজ্মিজামান মিল্টনকে দায়িক্ত দিলে কৃষকরা আখ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে পানসীপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্রের আখ চাষি সাজদার রহমান, মোজাম্মেল হোসেন, হুমায়ুন কবির সহ কয়েক জন কৃষক বলেন, মিল কতৃপক্ষ আমাদের সাথে বারবার প্রতারনা করার চেষ্টা করছে, মিল্টনকে আগেই দিত, সপ্তাহ না হতেই বদলী করা হচ্ছে তা হলে আমাদের অপরাধ কি? যতক্ষন আমাদের অপরাধ সম্পর্কে জানতে পারবে না, তত দিনই আখ সরবরাহ বন্ধ থাকবে। সিআইসি শহিদুজ্জামান মিল্টন বলেন, সিনিয়র হিসেবে এখানে আমাকে দিয়েছে, আজকে কৃষকরা বসতে চেয়েছে সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে মিলের মহা ব্যবস্থাপক ( কৃষি) বলেন, বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানাব।