১লা জানুয়ারি-২০২১ জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে “পল্লীবন্ধু এরশাদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০-২১” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা জানুয়ারি-২০২১) রাত্রে জেলার লালপুর উপজেলার কদিমচিলান নতুন বাজারে পল্লীবন্ধু এরশাদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০-২১ এর সভাপতি রায়হান খানের সভাপতিত্বে ও পল্লীবন্ধু এরশাদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০-২১ এর পরিচালক নোমান উল্লাহ লিটনের পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটিতে সার্বিক তত্বাবধানে ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সমাজ কল্যাণ সম্পাদক ও নাটোর জেলা সদস্য সচিব সালমান হোসাইন। এসময় অনুষ্ঠানটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসাইন, আমিরুল ইসলাম, রাজাপুর অনার্স কলেজ জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক রাকিবুল ইসলাম রনি, লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন জাতীয় কৃষক পার্টির সভাপতি সৈয়দ বেলাল হোসেন, ইউনিয়ন জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব শাজাহান শাহ প্রমূখসহ স্থানীয় জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মী ও স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ।