নাটোরের লালপুরে পৃথক স্থানে সুলতান ওরফে ইমন (৪০) নামে এক যুবক ও অন্যস্থানে অজ্ঞাত (২০) এক মহিলার লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের চষুডাঙ্গা বেলগাছি গ্রামের আলি মুন্সির গমে ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যাক্তি উপজেলার সালামপুরের ধরবিলা গ্রামের মৃত আলাউদ্দিন আলীর ছেলে।
অন্যদিকে, লালপুরের এবি ইউনিয়নের পাটিকাবাড়ী রেল লাইনের পার্শে অজ্ঞাত (২০) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।