“মুজিববর্ষে শপথ করি প্লাস্টিক দুষণ রোধ করি” প্রতিপাদ্য নিয়ে লালপুর উপজেলা প্রশাসনের ও ক্যাব লালপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রশাসনের হল রুমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, লালপুর উপজেলা ক্যাবের যুগ্ম আহ্বায়ক খন্দকার আমিনুর ইসলাম রেজা, সদস্য ফরহাদুজ্জামান রুবেল, এ কে আজাদ সেন্টু, মোজাম্মেল হক, আব্দুল মোত্তালেব রায়হান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।