স্টাফ রিপোর্টার: লালপুরে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউপির কাসেমপুর এলাকায় এই অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আইন অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাসেমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা ও এক্সেবেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে।
পুকুর খনন বন্ধে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।