নাটোরের লালপুরে দিনে দুপুরে শিয়ালের কামড়ে মা ডলি বেগম (২৫) ও ছেলে জিহাদ (০৫) আহত হয়েছে।
ডলি বেগম ওই গ্রামের আব্দুল হাকিম এর স্ত্রী।
বৃহস্পতিবার(৩ জুন) দুপুর ৩ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ডলি বেগম জানান, দুপুর ৩ টার দিকে সে তার ছেলেকে নিয়ে বাড়ির পাশে পদ্মা নদীর ধারে ধঞ্চের
পাতা কাটতে গেলে ঝোপের মধ্যে বসে থাকা একটি শিয়াল এসে তাদেরকে আক্রমন করে। এ সময় শিয়ালের কামড়ে মা ও ছেলে গুরুতর আহত হয়। পরে তারা চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয় লোকজন এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।