নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে মাফিজা নামের দেড় বছরের শিশু মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুন ২০২১) দুপুর সাড়ে ১২ টার উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের জিয়াউর রহমানের দেড় বছরের শিশু কন্যা মাফিজা বাড়ির পাশে একটি পুকুরে ডুবে যায়। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে শিশু মফিজার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনায় পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।