নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশনের উদ্যোগে করোনা রোগীকে সহযোগিতা করার লক্ষে ৬ টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছে।
মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রভাষক সাহিদুর রহমান শাহীন জানান , লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশন সামাজিক উন্নয়নে দীর্ঘ দিন বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে । এ সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার , গরিব ও মেধাবী শিক্ষার্থী , অসহায় ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ সহ নানামুখী কর্মসূচি গ্রহণ করে থাকে। দেশব্যাপী করোনা মহামারীতে করোনা রোগীদের সহযোগীতার হাত বাড়াতে ৬ টি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছে । সিলিন্ডার গুলো বিনামূল্যে রোগীদের সেবা করার কাজে ব্যবহার হবে।
তিনি আরো জানান , নির্বাহী পরিচালক ড: ইসমত হোসেনের দিকনির্দেশনায় ভিলেজ ফাউন্ডেশনের সকল দপ্তর উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে।।