জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার আশ্রয়ণ প্রকল্পের রঙিন ঘর পরিদর্শন করলেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
আজ সোমবার (৯ আগষ্ট ) বিকেলে ৪টা ৩০ মিনিটের দিকে লালপুর সদর ইউনিয়নের কোলনি আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী উপহার খাদ্য ও করোনা প্রতিরোধ সামগ্রী আশ্রয়ণ প্রকল্পের ৩৯ জন উপকারভোগীদের হাতে তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) আশরাফুল ইসলাম, জেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ,লালপুর উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত )ও সহকারী কমিশনার (ভূমি )শাম্মী আক্তার, লালপুর পল্লী বিদুৎ অফিসের ডি.জি.এম রেজাউল করিম প্রমূখ।