লালপুরে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা কাজল রায়ের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩আগস্ট) দিনব্যাপী উপজেলার লালপুর বাজার, গোপালপুর বাজার, আব্দুলপুরসহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়। এর আগে সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দীনের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও বঙ্গবন্ধু সহ সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কাজল রায় বলেন, করোনার সংক্রমণ থেকে মানুষকে রক্ষায় সরকারের পক্ষ থেকে সারাদেশে ভ্যাকসিন কার্যক্রম চলছে। এরপরও সচেতনতার কোনো বিকল্প নেই। সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে, সচেতন করতে আমরা উপজেলার একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে গুলোতে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করার কার্যক্রম শুরু করেছি। আমরা সকলে সচেতন হলে অবশ্যই করোনাযুদ্ধে জয়ী হব।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থকার ও প্রকাশনা সম্পাদক তালাস খান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম – সাধারণ সম্পাদক শ্রী রমেন জৌয়ার্দ্দার প্রমূখ।