লালপুরে পদ্মায় পানি বৃদ্ধিতে প্রায় পাঁচশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নদী চরাঞ্চলের প্রায় আটশ একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায় , গত কয়েকদিন যাবত পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিলমাড়ীয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর, চাকলা বিনোদপুর, দিয়াড়শংকরপুর , আরাজি বাকনাই, রসুলপুর ও মোহরকয়ার আংশিক এলাকা পানিতে ডুবে গেছে। এতে প্রায় পাঁচশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রায় আটশ একর জমির সবজিসহ উঠতি ফসল ডুবে গেছে। মোহরকয়া গ্রামের রফিকুল ইসলাম জানান , তার ৩ বিঘা জমিতে মুলা , ঝিঙে ও কুমড়া আবাদ তলিয়ে গেছে। দিয়াড়শংকরপুরের মোস্তাফিজুর রহমান জানান তার পুঁই শাক , কুমড়াসহ সাড়ে ৪ বিঘা জমির ফসল ডূবে গেছে। এছাড়াও আমার বাড়ির উঠানে পানি ।
বিলমাড়ীয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন জানান , আড়াইশ বাড়ির মধ্যে পানি । এছাড়াও আখ , ধনচে , ধান ডুবে গেছে। একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আহাদ আলী বলেন আমার ওয়ার্ডের বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। নদীর পানি বৃদ্ধির কারণে প্রায় তিনশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বিলমাড়ীয়া ব্লকের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহীদুজ্জামান বলেন , কুমড়া, মুলা সহ বেশকিছু সবজির ক্ষেতের ক্ষতি হচ্ছে। আমরা এসব এলাকার খোঁজ খবর রাখছি ।
বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, ইতোমধ্যে এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার্মকর্তা ( ভারপ্রাপ্ত ) শাম্মী আক্তার জানান , স্থানীয় চেয়ারম্যান বিষয়টি অবগত করলে তাকে নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কবলিত এলাকার সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। ।