রাজশাহীর বাঘায় ইমো হ্যাকার চক্রের সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
শনিবার (২৮আগস্ট) রাতে রাজশাহীর বাঘা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
জানা যায়,মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে উপজেলার হাবাপুর এলাকার জামাত আলীর ছেলে আরব আলী (২২) গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারকৃ অন্য আসামীরা হলো-উপজেলার নারায়নপুর গ্রামের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুলের ছেলে মেহেদী হাসান (১৮),কালিদাশখালী গ্রামের সোনাম উদ্দীনের ছেলে নুরুজ্জামান (৩০),একই গ্রামের শাজাহান আলীর ছেলে আরব বলী (২৫).ঢাকা চন্দ্রগাথি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বাবুল ইসলাম (৪৭),এবং লক্ষিনগর চর এলাকার হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী বারেক মোল্লার ছেলে কালু মোল্লা(৪২)।
এ ঘটনায় অফিসা ইনচার্জ (ওসি) তদন্ত মোয়াজ্জেম হোসেন জানান,আসামীদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।