ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড- 2021 অদ্য সকাল-১১:০০ঘটিকায় ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার, কুইজ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, ঈশ্বরদী তথ্য আপা কর্মকর্তা চন্দ্রা বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন খন্দকার ওবাইদুর রহমান জিলানী ভারপ্রাপ্ত কর্মকর্তা ঈশ্বরদী বেনারসি পল্লী ।
আটটি স্কুলের ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে চ্যাম্পিয়ান হয় মানিকনগর গার্লস স্কুল।