লালপুরে কাচা শাক-সবজির উচ্চমূল্যে অস্থিরতা বিরাজ করছে কাঁচা বাজারে। নতুন করে আরেক দফা পেঁয়াজের দাম বেড়েছে। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫০-৫৫ টাকা কেজি দরে। এ সপ্তাহে দাম বেড়ে পেঁয়াজের কেজি দাঁড়িয়েছে ৭০ টাকায়। ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় বেড়েছে দাম- এমনটা বলছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১০ অক্টোবর) উপজেলার গোপালপুর বাজারের সাপ্তাহিক হাট ঘুরে দেখা গেছে, ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়ে রসুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। এছাড়া কেজি প্রতি কাচা মরিচ ১৩০ টাকা, আলু ১৫ টাকা, বেগুন ৩৫ টাকা, বরবটি ১২০ টাকা, সিম ১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা, মূলা ৩০ টাকা, পটল ৩০ টাকা, কচু ২০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, শশা ৪০টাকা, পেপে ১৫ টাকা, রসুন ৫০ টাকা, লাউ আকার ভেদে ২৫-৪০ টাকা দরে বিক্রি হয়েছে।
এছাড়াও লাল শাক, সবুজ শাক, কলমি শাকসহ প্রায় সবধরনের শাক বিক্রি হয়েছে ১৫-২০ টাকা দরে বিক্রি হয়েছে।