নাটোরের লালপুরে ” দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে লালপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর , প্রত্যাশা বহুমুখী সমবায় সমিতি সহ স্বেচ্ছাসেবী সংগঠন ।
সোমবার ( ১ নভেম্বর ) লালপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমুখ ।
পরে ৬২ জনের মধ্যে ক্ষুদ্র ও একক ১৮ লক্ষ ৮৫ হাজার টাকার যুব ঋণের চেক এবং ২৫ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয় ।
অপরদিকে প্রত্যাশা বহুমুখী যুব উন্নয়ন সমবায় সমিতি দিনব্যাপী কর্মসূচি পালন করে কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালী , ক্রীড়া প্রতিযোগিতা , পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
মোহরকয়া এজিএস ইটভাটা মাঠে অনুষ্ঠিত খেলাধুলা শেষে বিকেলে প্রত্যাশার সভাপতি আবু রায়হান রিপন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু । উপস্থিত ছিলেন মোহরকয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড: ইসমত হোসেন , সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু , জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন , পপুলার লাইফ ইনস্যুরেন্সের ডিজিএম ফেরদৌস ওয়াহিদ , বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য দোলেনা খাতুন , সাবেক সদস্য শাহনাজ পারভীন , প্রত্যাশা বহুমুখী যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জালাল প্রমুখ ।