নাটোরের লালপুরে নানা-নাতি একাদশের মধ্যে এক ব্যতিক্রমধর্মী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার দুড়দুড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অনুর্ধ-১৫ নাতি একাদশকে ২-১ পরাজিত করে পঞ্চাশোর্ধ নানা একাদশ।
খেলায় প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় নানা একাদশ। পুরো খেলা শেষে ২-১ গোলে নানা একাদশ জয়ী হয়। এমন ব্যতিক্রমধর্মী ফুটবল খেলা দেখতে হাজার হাজার দর্শকে মাঠের চারপাশ পরিপূর্ণ হয়ে যায়।