ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগন” প্রতিপাদ্য সামনে নিয়ে লালপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রোববার (১২ ডিসেম্বর ) নাটোরের লালপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ কর্মসূচি শুরু করা হয়। পরে বর্ণাঢ্য এ্যালী শেষে উপজেলা পরিষদের মিলাতয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া প্রমুখ।