নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর ও জয়রামপুর গ্রামের ১৭২ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
ব্র্যাকের গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিদিরপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে শীতবস্ত্র বিতরন করা হয়। এছাড়া এ সময় নলকূপের গোড়া পাকাকরনের জন্য প্রত্যেকের মাঝে ১০ কেজি করে সিমেন্ট বিতরন করা হয়।
গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি ও বিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফলাতুন নেছার সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য বিলকিস বানু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বেরিলাবাড়ী শাখার সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ মফিজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আব্দুস সালাম সরদার, গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্য বজলুর রহমান প্রমুখ।