নাটোরের লালপুরে পদ্মা কিন্ডার গার্ডেনের ক্ষুদে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে গৌরীপুরে এই সংবর্ধনা দেয়া হয়।
এসময় গৌরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফজলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা, ইশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, পল্লী ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কাশেম, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এম রায়হান, প্রথম সকাল প্রত্রিকার সম্পাদক মহিদুল ইসলাম প্রমূখ।