নাটোরের লালপুরে এক রাতে দুই সহদোরের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৫ জানুয়ারি ২০২২) রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কুজিপুর গ্রামের মৃত রিয়াজুদ্দিনের দুই ছেলে কৃষক আবদুর রশিদ ও আবদুল মান্নান বলেন, বুধবার রাতে প্রতিদিনের ন্যায় নিজ বাড়ির গোয়াল ঘরে তাদের গরু বেঁধে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে দেখেন গোয়াল ঘরে চারটি গরু ৪টি গরু নেই। তারা বলেন, গোয়াল ঘরের দরজা ভেঙে গভীর রাতে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। অনেক খোজাখুজি করে পাওয়া যায়নি। তিনটি বকনা ও একটি গাভী যার আনুমানিক দাম দুই লাখ টাকা। এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।