লালপুরে পদ্মা নদীতে জোরপূর্বক বালু উত্তলোনকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চরের মোহরকয়া মৌজার ২০৬৯ দাগে সাহাবুল মোল্লা (৩৮) এর নেতৃত্বে জোরপূর্বক বালি উত্তোলন করলে বিলমাড়ীয়া গ্রামের ছলিম মোল্লার পুত্র তাইফুল ইসলাম টিনু (২৬) বাধা দিলে মারপিটে ঘটনা ঘটে, এতে ৩জন আহত হয়। আহতরা হলেন নিজাম উদ্দিনের ছেলে মৃদুল (১৬) ছলিম মোল্লার ছেলে কামরু ইসলাম (৩৫) ও তাইফুল ইসলাম টিনু (২৬)। আহতদের মধ্যে টিনু ও মৃদুলকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।