লালপুরের বিলমাড়ীয়া মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা , পুরুস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৩ মার্চ ) দিনব্যাপী গ্রীণভ্যালী পার্কে অনুষ্ঠিত বিস্কুট , মোরগ লড়াই , দৌড় , চেয়ার , বালিশ সহ বিভিন্ন ধরনের খেলা ও সংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরুস্কার বিতরণ করা হয়। বিলমাড়ীয়া মডেল একাডেমী অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলার সভাপতি সালাহ উদ্দিন , উপস্থিত ছিলেন মুন্জিলপুকুর কৃষি ও কারিগরি কলেজের প্রভাষক রাজন আহমেদ , বিশিষ্ট সমাজসেবক গোলাম রসুল , বিলমাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ , জান্নাতুন ফৈরদৌসী পান্না , মিন্নাতুন নেছা , সাকিরা খাতুন প্রমুখ ।