নাটোরের লালপুরে বাসের চাপায় মিম আক্তার (৫) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তহিদুল ইসলাম (৫২) এক ভ্যানচালক আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লালপুর তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। মিম উপজেলার কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। আহত তহিদুল একই গ্রামের মৃত মজির মালিথার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মিম, তার মা ও ছোট ভাইয়ের সাথে ভ্যানে করে উপজেলার ঠাকুর মোড় এলাকায় নানার বাড়ী যাচ্ছিল। এসময় কুষ্টিয়া থেকে লালপুর গামী সাব্বির এন্টারপ্রাইজ (বগুড়া-জ -১১- ০১৫৩) এর একটি বাস পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে মিম সিটকে সড়কে পড়ে যায়। এতে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় ভ্যান চালক তহিদুল উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়রা ঘাতক বাস চালক ও হেল্পারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ঘাতক বাস চালক ও হেল্পারকে আটক করা হয়েছে, এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।