নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে উপজেলার বিলমাড়িয়া কলেজের পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার মোমিনপুর গ্রামের রায়হান আলী(২২), পলাশ (২৫), ছোট বাদকয়া গ্রামের কাওসার (২০), মনিহারপুর গ্রামের রুবেল(২৩), গন্ডবিল গ্রামের রাজু(২২), নাইম(২২), রহিমপুর সাগর(১৬)। এসময় তাদের কাছে থেকে কয়েকটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়। এলাকা ছেড়ে যারা দেশের বিভিন্ন স্থানে গা-ঢাকা দিয়েছে তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।