নাটোরের লালপুরে গামছ পেঁচিয়ে অবিন সাহা (১৭) নামের যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার ঠাকুরবাড়ী পাড়া গ্রামের অজিৎ কুমার সাহার পুত্র।
আজ বুধবার (৩১ আগস্ট) উপজেলার গোপালপুর পৌরসভাস্থ ঠাকুরবাড়ী পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে ।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, অবিন সাহা বাবা-মার প্রতি অভিমান করে পরিবারের অজান্তে নিজ ঘরের সোয়ন কক্ষে তীরের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন অভিকে ঘরে গিয়ে দেখে তার গামছা পেঁচিয়ে ঝুলে আছে তখন তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে নাটোর ময়নাতদন্ত জন্য মরগে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।