নাটোরের লালপুরে বিদেশী মদ ও ফেন্সসিডিলসহ শ্রীমতি গীতা রানী দেব (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মুধবাড়ি গুচ্ছগ্রাম এলাকা থেকে মাদকসহ ওই নারী গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই নারী একই এলাকার শ্রী সত্যেন দেবের স্ত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে মধুবাড়ি গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে শ্রীমতি গীতা রানী দেবের নিজ বাড়ির খাটের নিচ থেকে ৫ বোতল বিদেশী মদ, ৫৮ বোতল লেভেল বিহীন মদ ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলবি/ এসআর