নাটোরের লালপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রানা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে এঘটনা ঘটে। নিহত রানা উপজেলার সাতপুকুরিয়া গ্রামের রায়হান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানা বিকালে আজিমনগর স্টেশনে লাইন পার হয়ে প্লাটফর্মে উঠার সময় টুঙ্গিপাড়া গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে প্লাটফর্মের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। পরে স্বজনরা লাশ উদ্ধার করে নিজ বাড়ি নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এবিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।