আব্দুর রশিদ (মাস্টার): নাটোরের বাগাতিপাড়া উপজেলার কৃতি সন্তান চিত্র পরিচালক, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, সাংবাদিক রফিকুল ইসলাম বুলবুলের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল দশটায় তার নিজ বাসভবনে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, নাটোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কর্নেল (অবঃ) রমজান আলী সরকার, অধ্যাপক আবুল হোসেন, সেকেন্দার রহমান, নাটোর জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতিকুল হক আতিক, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর প্রমুখ।
রফিকুল ইসলাম বুলবুল উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুর রশিদের ছেলে।
তিনি দৈনিক এই বাংলা’র বার্তা সম্পাদক, আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ছিলেন।
তিনি ২০১৮ সালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার “মাদার অব হিউম্যানিটি” প্রামান্য চিত্র নির্মাণ করে পুরস্কার পেয়েছেন। তাঁর লেখা অসংখ্য বই বিভিন্ন সময় পাঠকের মন কেড়েছে।
নিউজ ডেস্ক হারুন অর রশিদ লালপুর।