নাটোরের লালপুরে মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের নাটোর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পোকন্দা গ্রামের বাচ্চু মিয়া (৫৩), আদরী বেগম (৪০), বজলু মিয়া (৫০), আলামিন হোসেন (২৭), মোস্তাক আহম্মেদ (৫২), হাসান আলী(২৫), আবুল কাশেম (৫০)।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, বুধবার বিকালে উপজেলার চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তাদের হেফাজত হতে ৮ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার নাটোর আদালতে পাঠানো হয়েছে।