বোধ
মোঃখালেদ ইবনুল সোহান
আমার ছোট ছোট বোধগুলো এখনো জেগে উঠে।
স্বপ্ন দেখতে ভালোবাসে
পৃথিবী পরিধির বাইরে, সীমান্তের ওপারে।
জীবনের চৌরাস্তায় দাঁড়িয়ে
আজ তাই বার বার ভাবছি;
আসতে চাইনি কোনদিনও……
মনের প্রতারণার বাইরে সমস্ত প্রাচীর ভেদ করে
পা আমার স্পর্শ করে চলে অভিমানের নৌকাটুকু।
সেই কবে তোমার মনে আমার ভালোবাসা ঠাঁই পেয়েছিল,জানি না
তুমি বলেছিলে আসবে……
ভালোবাসাগুলো আমার সেইতো
সহস্র কোটি রৌদ্র দুপুরে পুড়ে
তোমার অনুপস্থিতির
শীর্শবিন্দুগুলোর জবাবদিহিতার।