গত ১৩ এপ্রিল শনিবার রাত ৯ ঘটিকার সময় রামকৃষ্ণপুর মুক্তি সংঘ ক্লাবে রামকৃষ্ণপুর প্রবীণ হিতৈষী সংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম বাদল স্যারের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর প্রবীণ হিতৈষী সংঘের সম্মানিত প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক জনাব মোঃ আলমগীর কবির পরাগ।
সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর প্রবীণ হিতৈষী সংঘের নবগঠিত কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমান, সহ-সভাপতি মোঃ মুজিবুল আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রতন আলী, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা ও সেবা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ, প্রচার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, সদস্য উসমান গনি পিপুল, শফিউল আলম মিশন, আকরাম আলী, লিটন হোসেন ও মাযহারুল ইসলাম রকি।