স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুদান বিতরণ করা হয়।
লালপুর উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল খাঁ এর সভাপতিত্বে অনুদান তুলে দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইমন হোসেন সহ আবেদনকৃত মোট ২১ জনের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়।