নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও বিনোদনমূলক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) উপজেলার মোহরকয়ায় বিশেষায়িত প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করে নাটোর জেলা ক্রীড়া অফিস।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এসময় জেলা ক্রীড়া অফিসার (অঃ দাঃ) তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিমানুর রহমান, লালপুর উপজেলা পেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ইসমাইল হোসেন প্রমূখ।