নাটোরের লালপুরে গণসংযোগ করেছে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ এস এম মোকাররেবুর রহমান নাসিম।
আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার লালপুর উপজেলার কলসনগর কিন্ডার গার্টেন , কলসনগর উচ্চ বিদ্যালয়, কলসনগর মহাবিদ্যালয়, শালেশ্বর উচ্চ বিদ্যালয়, ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়, নন্দীকুজা উচ্চ বিদ্যালয়, ধুপইল উচ্চ বিদ্যালয় এবং ধুপইল প্রাথমিক বিদ্যালয় গণসংযোগ করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এবি পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, সার্জেন্ট আব্দুল হাকিম ও হাসমত আলী মারহাবা প্রমুখ।
গণসংযোগ কালে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।