লালপুরের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
গত পহেলা জানুয়ারি মঙ্গলবার বিকেলে গোপালপুর পৌর ছাত্রদলের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৌরভ হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহদী মিতুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সংগঠনিক সম্পাদক মতিউর রহমান। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহদী হাসান আরিফ, সদস্য নাজির হোসেন খান রিমন, তিতুমীর কলেজের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনজুর আহমেদ রয়েল, পৌর ছাত্রনেতা নিলয় হাসান , সাগর হোসেন, রাইয়ান, সবুজ প্রমুখ।
এসময় একটি বর্ণাঢ্য র্যালি গোপালপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে শেষ হয়ে আলোচনা সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।