বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের জন্য কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটির আহ্ববায়ক হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং সদস্য সচিব হিসেবে কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্যরা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, মো. তারিকুল ইসলাম তেনজিং ও মো. আব্দুস সাত্তার পাটোয়ারী।
তাইফুল ইসলাম টিপুকে কমিটির সদস্য করায় লালপুর-বাগাতিপাড়ার মানুষ আনন্দ প্রকাশ করে তারেক রহমানকে ধন্যবাদ জানান।