নাটোরের লালপুরে শিক্ষার মান উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি- ২০২৪ এর বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) লালপুর পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে এই বৃত্তি ও সনদ প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (বিএম সংযোজিত) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো: ইকবাল, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলয়াস হোসেন, অধ্যক্ষ রাকিবুল ইসলাম,
প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান হাসিবুল ইসলাম, পরিচালক আমিনুল হক, শিক্ষাবৃত্তি কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, লালপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপল, আদম আলী শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফেরদৌস রহমান মনি, আদম আলী শিক্ষা বৃত্তির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৫জন ছাত্র ও ২৫ জন ছাত্রী সহ ৩০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির নগদ টাকা ও সনদ বিতরণ করা হয়।
২০২৪ সালে চতুর্থ শ্রেণীর ৪৭৫ জন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৫ জন ছাত্র ও ২৫ জন ছাত্রীসহ ৩০ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। তাদের মাঝে নগদ অর্থসহ সনদ প্রদান করা হয়। উল্লেখ্য- ২০১২ সাল থেকে লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৪৯০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।