নাটোরের লালপুরে পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে স্রোতে ভেসে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার নওপাড়া বাজার সংলগ্ন নদীপাড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরিদ হোসেন (১২) এবং ময়মনসিংহ জেলার গোলাম রাব্বানী (১৩)। তারা দু’জনই নওপাড়া বাজার এলাকার হাজি আফসারুল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মাদ্রাসার শিক্ষক আল আমিন প্রায় ২০ জন শিক্ষার্থীকে নিয়ে নওপাড়া সেতুর নিচে পদ্মা নদীতে সাঁতার শেখাতে নামেন। এ সময় হঠাৎ স্রোতের তোড়ে শিক্ষার্থীরা ভেসে যেতে থাকে। নদীতে পাটের আঁশ ছাড়ানো শ্রমিকরা দ্রুত এগিয়ে এসে বেশিরভাগকে উদ্ধার করলেও ফরিদ ও গোলাম রাব্বানী পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে রাজশাহী দমকল বাহিনীর ডুবুরি দল বিকেল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করে। ফরিদের বাবা জানান, তার ছেলে সাঁতার জানত, কিন্তু পানিতে অন্য এক শিক্ষার্থী তাকে আঁকড়ে ধরায় উপরে উঠতে পারেনি।
গোলাম রাব্বানী ময়মনসিংহ থেকে লালপুরের মমিনপুর গ্রামে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। এ ঘটনায় ছাত্রদের নিয়ে নদীতে নামা শিক্ষক আল আমিন এলাকা ছেড়ে পালিয়েছেন।