নাটোরের লালপুরে আল মাহমুদ (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে এলাকাবাসী ও আল বারাকা ফাউন্ডেশনের ব্যানারে এ কর্মসূচি হয়। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান।
বক্তরা জানায়, গত ১১ আগস্ট বিকেলে প্রতিবেশী আবুল কাশেমের সঙ্গে জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে আল মাহমুদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এঘটনায় ১২ আগষ্ট আল মাহমুদের নিজ বাড়িতে গিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে টানা ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আল বারাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী শামীম হোসেন, নিহতের মা আলিয়া বেগম, চাচা বাদশা খান, চাচি শাপলা খাতুনসহ অনেকে। তাঁরা দ্রুত এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।