“মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি—কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) লালপুর উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মামুর রশিদ, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন, নিসচা লালপুর শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান এবং বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের সভাপতি কাউসার আলম সবুজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সড়কে দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা জরুরি। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা এবং মানসম্মত হেলমেট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।