নাটোরে মানহীন তিনটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লিনিক তিনটিকে ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। সে সঙ্গে ক্লিনিকগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের নেতৃত্বে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের সমন্বয়ে অভিযান চালানো হয়।
অভিযানে রেজিস্ট্রেশন না থাকা, প্রয়োজনীয় নার্স, চিকিৎসক ও ব্যবস্থাপনা না থাকায় শহরের পুরাতন থানাপাড়ার জমেলা ডায়াগনস্টিক সেন্টার, বনবেলঘড়িয়া এলাকার শুভেচ্ছা হাসপাতাল ও হরিশপুর এলাকার জনতা ক্লিনিক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। জরিমানা করা হয় ২ লাখ ৫৫ হাজার টাকা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিভিল সার্জন।