নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড- এর এজেন্ট ব্যাংক গোপালপুর শাখার উদ্বোধন করা হয় । এ নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঈশ্বরদী শাখার অধীনে ৮ম শাখার উদ্বোধন করা হলো।
এ উপলক্ষে নিকেতন টাওয়ার, গোপালপুের আজ সোমবার ( ১৬ নভেম্বর) ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আকতার, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, লালপুর শাখা এজেন্ট মোকাররেবুর রহমান নাছিম, গোপালপুর শাখা এজেন্ট আব্দুল মোত্তালেব রায়হান, গোপালপুর বাজার বনিক সমিতির সভাপতি বদিউর রহমান বদর, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্তুজা লিলি, বালিতিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নাঈম উদ্দিন প্রমুখ।