1. admin@lalpurbarta.com : Farhanur Rahman : Farhanur Rahman
  2. farhanurlalpur@gmail.com : Abdul Muthalib Raihan : Abdul Muthalib Raihan
  3. farhanurrahman4@gmail.com : Sajibul Islam Ridoy : Sajibul Islam Ridoy
শিশুসহ সকলেই তাঁর ভালবাসায় মুগ্ধ  - লালপুর বার্তা
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিশুসহ সকলেই তাঁর ভালবাসায় মুগ্ধ 

এ কে আজাদ সেন্টু
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৬২৭ Time View

মঞ্চে বসে হাতের ইশারায় ডাকলেন একটি শিশুকে। তখন উপস্থিত সকলের দৃষ্টি শিশুটির দিকে। শিশুটি অবাক দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে।

এরপর শিশুটি মঞ্চে পৌছতেই তার হাতে তুলে দিলেন ফুলের তোড়া। এরপর আরো একজন শিশু কে একই ভাবে তার হাতেও ফুল তুলে দিলেন। এমন ভালবাসায় শিশুসহ উপস্থিত সকলেই মুগ্ধ। নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী কালী মাতা মন্দিরে ৫৩১ তম পূজা উৎসবে এসে পূজা অর্চনা, মন্দির পরিদর্শন শেষে আলোচনা সভার মঞ্চে বসে এভাবেই ভালবাসার প্রকাশ ঘটিয়েছেন – ভারতীয় সহকারী হাই কমিশনার মি: সঞ্জীব কুমার ভাটি।

আলোচনা সভায় ভারতীয় সহকারী হাই কমিশনার মি: সঞ্জীব কুমার ভাটিকে লালপুরে ঐতিহ্যবাহী কালী মাতা মন্দির সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় তাঁর হাতে লালপুরের ঐতিহ্য কাঁসা শিল্পের একটি নকশা খচিত কাঁসা’র থালা উপহার হিসেবে তুলে দেয়া হয়।

আলোচনা সভার মাঝে তিনি দুজন শিশুকে মঞ্চে ডেকে নিয়ে তাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ভালবাসায় মুগ্ধ করেন শিশু সহ উপস্থিত সকলকে।

 

মঙ্গল বার ১৭ নভেম্বর নাটোরের লালপুরে ঐতিহ্যবাহী কালী মাতা মন্দির কমিটির সভাপতি মুকুল কুমার সাহা সভাপতিত্বে ও রাজশাহী বেতারের উপস্থাপক আব্দুর রোকন মাসুমের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) মি: সঞ্জীব কুমার ভাটি, হিন্দু ধর্মীয় কল্যাণ টাস্টের মাননীয় ট্রাস্টি শ্রী তপন কুমার সেন, নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নাটোর শাখার সভাপতি চিত্ত রঞ্জন সাহা, লালপুর

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ।

এসময় উপস্থিত ছিলেন লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ তৌহিদুল ইসলাম বাঘা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ লালপুর শাখার সভাপতি স্বপন কুমার ভদ্র, কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা সহ কমিটির সদস্য ও দর্শনার্থী বৃন্দ ।

লালপুরে ঐতিহ্যবাহী কালী মাতা মন্দিরে ৫৩১ তম পূজা ১৪ নভেম্বর মধ্য রাতে শুরু হয়ে ২০ নভেম্বর শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© সাপ্তাহিক লালপুরবার্তা কর্তৃক  © ২০২০ সর্বস্বত্ত্ব সংরক্ষিত
Theme Customized BY WooHostBD